মৃত্যুর পরেও রয়ে যায় জীবনের কিছু পর্যায়, দাবি জার্মান গবেষকদের

30145-deathওয়েব ডেস্ক ।। মৃত্যুর পরেও রয়ে যায় জীবনের কিছু পর্যায়! জার্মানির কিছু মনোবৈজ্ঞানিক ও ডাক্তারদের একটি দল এমনটাই দাবি করেছেন। বার্লিনের Technische বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদের দাবি ক্লিনিকাল বিবিধ পরীক্ষার মাধ্যমেই নাকি তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
‘প্রায়-মৃত্যুর অভিজ্ঞতা’ এই নতুন মেডিক্যাল পদ্ধতি ব্যবহার করেছেন গবেষকরা। এই পরীক্ষায় প্রায় ২০ মিনিট কোনও রোগীকে ক্লিনিকালি মৃত অবস্থায় রেখে ফের জীবদ্দশায় ফিরিয়ে আনা যায়।
গত চার বছর ধরে ৯৪৪ জন বিতর্কিত এই পদ্ধটি নিজেদের উপর প্রয়োগ করতে রাজি হয়েছেন। তাঁদের উপরই পরীক্ষা চালিয়েছেন জার্মান গবেষকরা। epinephrine ও dimethyltryptamine একটি মিশ্রণ প্রয়োগ করে রোগীদের ক্লিনিকাল মৃত অবস্থায় নিয়ে গিয়েছেন তাঁরা। যদিও এর পর ফের জীবদ্দশায় ফিরে এসে পরীক্ষাধীন ব্যক্তিদের শরীরে কোনও ক্ষতিই হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
অটোপালস নামক cardiopulmonary recitation (CPR) মেশিনের সহয়তায় পরীক্ষাধীন ক্লিনিকালি মৃত ব্যক্তিদের পুনরুজ্জীবিত করা হয়েছে।
এর আগে প্রায়-মৃত্যু অভিজ্ঞতা সংক্রান্ত বহু হাইপোথিসিস প্রকাশ পেয়েছে বিবিধ মেডিক্যাল জার্নালে।
কিন্তু ডঃ অ্যাকেরম্যান ও তাঁর দল মৃত্যুর পরের জীবনের অস্তিত্বকে মন ও শরীরের মধ্যেকার দ্বৈতবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন।
এই গবেষণায় পরীক্ষাধীন ব্যক্তিদের ক্লিনিকাল ডেথ পর্যায়ের অভিজ্ঞতা ভিন্ন। সামান্য ক্ষেত্রেই সেই অভিজ্ঞতায় মিল পাওয়া গিয়েছে।
অনেকে জানিয়েছেন তাঁদের মনে হয়েছে শরীর থেকে তারা ভিন্ন হয়ে গেছেন। নিজেদেরকে হালকা, নিরাপদ মনে করেছেন অনেকে। কেউ কেউ জানিয়েছেন প্রশান্ত এক আলোর সন্ধান পেয়েছেন তাঁরা।
সৌজন্যে জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*