নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ।। সম্প্রতি রিও অলিম্পিকে অসাধারণ সাফল্যের জন্য রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়ান দীপা কর্মকারকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে শহরের ভাটি অভয়নগরস্থিত দীপার বাড়িতেই তাকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সাংসদ প্রসূন ব্যানার্জি, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালর বিমানেই মুকুল রায় এবং প্রসূন ব্যানার্জি আগরতলায় আসেন। সেখান থেকেই চলে যান দীপাকে সংবর্ধনা দিতে।
একই দিনে ধর্মনগরে তৃনমূলের এক জনসমাবেশে যোগ দেন তিনি। এই জনসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃনমূলে যোগ দেন বেশ কিছু পরিবার।