গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর ।। রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের মধ্যে ইতিমধ্যে ১১টি কলেজে ১৯৬টি কর্মকর্তার পদে বিনা প্রতিদ্বদিন্বতায় জয়ের পথে এসএফআই-টিএসইউ। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজেও চলছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা। এসএফআই এবং টিএসইউ খোয়াই বিভাগীয় কমিটি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করার মধ্য দিয়ে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের প্রার্থী তালিকা ঘোষনা করেছে। শুক্রবার ফ্ল্যাগ-ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগান সোচ্চার মিছিল সংগঠিত করে ৪৮টি অফিস বিয়ারার এবং ক্লাশ রিপ্রেজেন্টেটিভ পদের জন্য খোয়াই কলেজে মনোনয়ন দাখিল করল এসএফআই-টিএসইউ। জিএস হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজকিষান সূত্রধর এবং ভিপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে সুমিত দেববর্মা, এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে শুভজিৎ ভৌমিক। তবে বিরোধী শূণ্য ছাত্র সংসদ নির্বাচনে স্ক্রুটিনির পর বিজয় মিছিলের জন্য প্রস্তুতি নেওয়ার ঘোষনা ইতিমধ্যেই করলেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর। ১৪ই সেপ্টেম্বর বিজয় মিছিল ও সমাবেশ হবে একত্রে।