ছাত্র ধর্মঘট – দু’পক্ষ ময়দানে

tmcp tmcp-jpg0 tmcp-jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ।। গোটা রাজ্যে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসর উত্তপ্ত হতে শুরু করেছে। যথারীতি ছাত্র রাজনীতির ময়দানে এ পক্ষে ও পক্ষে তরজার পাশাপাশি হুজ্জুতির ঘটনাও হয়েছে। আপাতত ছাত্র সংসদ নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) বাম ছাত্র সংগঠন SFI-র সঙ্গে পাল্লা দেয়ার মধ্য দিয়ে শক্তির জানান দিতে চাইছে। শুক্রবার, রাজ্যের কলেজ গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে গণতন্ত্রের নামে অগনতান্ত্রিকতার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদ MBB কলেজে ছাত্র ধর্মঘটের আহ্বান করে। এর পাল্টা হিসেবে SFI একই দিনে MBB, BBMC এবং উইমেন্স কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ওয়াকওভারের স্বপ্নে নিজেদের শক্তির মহড়া দিয়েছে। শূনশান কলেজে অধ্যাপক অধ্যাপিকারাও ব্যস্ততা বিহীন দিন কাটিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*