গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর ।। সারা ভারত শ্রমজীবি নারী সমন্বয় কমিটি ৮ম রাজ্য সম্মেলন শনিবার খোয়াই টাউন হলে শুরু হল। দু’দিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয় প্রকাশ্য অধিবেশনের মধ্য দিয়ে। প্রকাশ্য অধিবেশন শুরুর পূর্বে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক তথা সাংসদ শংকর প্রসাদ দত্ত, সংগঠনের রাজ্য নেত্রী জয়া বর্মন, রাজ্য আহ্বায়িকা পাঞ্চালী ভট্টাচার্য্য সহ অন্যান্য নারী নেত্রীগন। এরপরই প্রয়াত নারী নেত্রীগন অর্চনা দত্ত, মায়া পাল, খঞ্জনী দেববর্মা ও সন্ধ্যা দেববর্মা মঞ্চে শুরু হয় প্রকাশ্য অধিবেশন। নারী সমন্বয় কমিটির রাজ্য সম্মেলনের মঞ্চ থেকেই শ্রমজীবি মানুষের স্বার্থে দ্রব্যমুল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের একের পর এক জন বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে তোপ দাগলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে। মঞ্চে উপস্থিত অন্যান্য বক্তারাও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনার মুখর ছিলেন। ১০ ও ১১ই সেপ্টেম্বর খোয়াই টাউন হলে সারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে মোট ২৭৫ জন প্রতিনিধিকে নিয়ে চলবে রাজ্য সম্মেলন।