রাজীব সাহা, আগরতলা, ১১ সেপ্টেম্বর ।। জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনা কমলপুরের মোক্তারবিল এলাকায় ধলাই নদীতে। জানা যায়, শনিবার মহকুমা সদরের বিদ্যালয়ের দশম শ্রেনীর পড়ুয়া রাহুল দেববর্মা (১৬) সহ প্রদীপ, সাগর ও রণি চার বন্ধু সাথে ধলাই নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে নদীর জলে পূর্ণ কিছু জায়গায় সবাই জলের গভীরে চলে যায়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করলেও রাহুল নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী সহ টি এস আর জোয়ানরা এসে প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। টানা চার ঘন্টা পর রাহুলের মৃতদেহ উদ্ধার হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।