নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ।। রাজ্যের অধিকাংশ স্থানে বরিং প্রক্রিয়ার উপর নির্ভর করে ভূগর্ভ থেকে জল তোলা হচ্ছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে আগামী প্রজন্মের জন্য রাজ্যে মারাত্মক জলের সংকট দেখা দেবে। প্রতিনিয়ত জলের অপচয়ের ফলে রাজ্যের ভূগর্ভস্থ জলের লেভেলও অনেক নিচে চলে যাচ্ছে। শনিবার, আগরতলার সহিদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা জল বিরাদরি কমিটি আয়োজিত জল সংকট ও বৃষ্টির জল সঞ্চয় শীর্ষক সেমিনারে এই কথা বলেন সেমিনারের প্রধান বক্তা ভারতের জল পুরুষ ডঃ রাজেন্দ্র সিং। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সেমিনারের উদ্বোধন করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী তার ভাষণে বলেন, রাজ্যে জল সংকট সমস্যা দূরীকরণে ত্রিপুরা জল বিরাদরি কমিটিকে সকল প্রকার সাহায্য তিনি করবেন। সেমিনারের আগে কমিটির তরফে ভারতের জল পুরুষ ডঃ রাজেন্দ্র সিংকে নিয়ে বড়মুড়াস্থিত খামতিংবাড়ি এলাকা পরিদর্শন করেন। এদিনের সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ দেবদাস সিং, বিভূতি দেববর্মা, মনীষা দেববর্মা, প্রতিমা দেববর্মা, সুব্রত ভৌমিক, বাপন সাহা, শান্তনু চক্রবর্তী, দেবাশিস মজুমদার সহ বিভিন্ন ছাত্রছাত্রী ও অবিভাবকবৃন্দ।