তেলিয়ামুড়া প্রতিনিধি, ১২ সেপ্টেম্বর ।। SFI – TSU তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার বিশাল র্যা লি ও সমাবেশ সংগঠিত করে। তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গন থেকে সুসজ্জিত র্যানলিটি শহরের বিভন্ন পথ পরিক্রমা করে সব্জি বাজারের মাঠে সমাবেশ স্থলে যোগ দেয়। সমাবেশে শিক্ষায় গেরুয়া বেসরকারীকরনের বিরুদ্ধে জাতি উপজাতির মৈত্রীর বন্ধনকে অটুট রেখে রাজ্যের শান্তি-সম্প্রীতি-উন্নয়নকে শক্তিশালী করা এবং রাজ্যের শান্তির পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ছাত্র ও যুব সহ সকল অংশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন SFI-র রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, SFI রাজ্য সদস্যদ্বয় সন্দীপ দত্ত, জয়দীপ রাউত, SFI বিভাগীয় সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, বিভাগীয় সম্পাদক টুটন দেব, জেলা সভাপতী সাইনী সরকার, TSU-র কেন্দ্রীয় সদস্য বিশ্ব কলই সহ অন্যান্যরা।