তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ।। পুর পরিষদের অফিস স্থানান্তরের দাবী সহ মোট ১১ দফা দাবীর ভিত্তিতে গণ অবস্থানে বসেন তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেস। দাবী গুলির মধ্যে মূল দাবী গুলি হল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, করইলং–শিশুবিহার এলাকাতে মার্কেট স্টল নির্মাণ করা, মহকুমা হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত শেষ করে চালু করা। সোমবার, তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, মহিলা নেত্রী নিশা সূত্রধর, প্রফুল্ল দেবী জমাতিয়া সহ অন্যান্যরা।