নয়াদিল্লি, ১৮ অক্টোবর ।। বহু প্রতীক্ষিত পদক্ষেপটি নেওয়া হল অবশেষে। ডিজেলের দামে নিয়ন্ত্রণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেটের আজকের বৈঠকে ডিজেলের দামে বিনিয়ন্ত্রণের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানান কেন্দ্রের এনডিএ সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সিদ্ধান্ত কার্যকর হচ্ছে শনিবার মধ্যরাত থেকেই, যার জেরে লিটারে ৩ টাকা ৩৭ পয়সা কমছে ডিজেলের দাম।এবার থেকে ডিজেলের খুচরো দাম ঠিক হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়ার সঙ্গে তাল রেখে।
গত ৫ বছরের বেশি সময়কালে এই প্রথম ডিজেলের দাম কমছে।শেষ ডিজেলের দাম কমানো হয়েছিল ২০০৯ সালের ২৯ জানুয়ারি।সেদিন লিটারে ২ টাকা কমে ডিজেলের দাম হয়েছিল ৩০ টাকা ৮৬ পয়সা।শেষ ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১ সেপ্টেম্বর, লিটারে ৫০ পয়সা।২০১৩ সালের জানুয়ারি থেকে ১৯ দফায় ডিজেলের দাম মোট বেড়েছে লিটারে ১১ টাকা ৮১ পয়সা।
পর্যবেক্ষক মহলের বক্তব্য, ডিজেলের দামে সরকারি নিয়ন্ত্রণ তোলার সিদ্ধান্ত নেওয়ার এর চেয়ে ভাল সময় হয়ত আর আসত না।প্রথমত, বিশ্ব বাজারে তেলের দাম গত প্রায় ৪ বছরে সবচেয়ে কম রয়েছে এখনই।দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোটপর্বও মিটে যাওয়ার মুখে। মুদ্রাস্ফীতির হার ৫ বছরে সবচেয়ে কম রয়েছে এখনই।তেল কোম্পানিগুলি তেল বেচে লাভ পাচ্ছে।অশোধিত তেলের দাম চলতি বছরে ২৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেলে প্রায় সরকারকে ৮৩ মার্কিন ডলার দাঁড়িয়েছে। নিকট ভবিষ্যতে এই দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে আশা করা হচ্ছে।এই প্রেক্ষাপটে পরিস্থিতির সুযোগকে কাজে লাগাতে সরকারকে ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।
পেট্রল, ডিজেলের দামে নিয়ন্ত্রণ তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল ইউপিএ জমানাতেই।মনমোহন সিংহের সরকার গত বছরের জানুয়ারিতে পেট্রলের দামে নিয়ন্ত্রণ তুলে নেয়।কিন্তু তার পাশাপাশি ডিজেলের দাম প্রতি মাসে ৫০ পয়সা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তারা।এবার সেই পথ থেকে পুরোপুরি সরে এল নরেন্দ্র মোদি সরকার, ডিজেলের মূল্য নির্ধারণেও বিনিয়ন্ত্রণের রাস্তায় পা রেখে।
সৌজন্যে এবিপি নিউজ।