রাজীব সাহা, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ।। ফ্রেন্স ইউনিয়ন সামাজিক সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার রানীরবাজার বিদ্যামন্দির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ফ্রেন্স ইউনিয়ন সামাজিক সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রায় ৬৫০ জন অংশ গ্রহন করেন এবং তাদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয় সংস্থার পক্ষ থেকে বলে সংস্থার কর্মকর্তারা জানায়। স্বাস্থ্য শিবিরে স্বেচ্ছাসেবীর দায়িত্বে ছিলেন স্কাউট এন্ড গাইড।