প্রতীক্ষার অবসান, সিঙ্গুরে জমির পরচা ফেরত পেলেন কৃষকরা

mamataজাতীয় ডেস্ক ।। সিঙ্গুরের কৃষক বাজারে বুধবার সকাল থেকে বিলি করা হয় কুপন। সেই কুপন দেখিয়েই জমির পরচা এবং ক্ষতিপূরণের চেক হাতে পান কৃষকরা। বুধবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর সিঙ্গুর উৎসবের মূল মঞ্চে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তখন প্রায় তিন কিলোমিটার দূরে তাপসী মালিকের নামাঙ্কিত কৃষক বাজারেও ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকেই এখানে কৃষকদের মধ্যে কুপন বিলি শুরু হয়। যে কুপন দেখালে মিলবে জমির পরচা এবং ক্ষতিপূরণের চেক। ইচ্ছুক ও অনিচ্ছুক কৃষকদের জন্য আলাদা আলাদা টেবিল। তাতে থরে থরে সাজানো ফাইল। অর্থাৎ জমি ফেরত পাওয়ার আগে শেষ ধাপ। কৃষক বাজারে সকাল থেকে অনিচ্ছুক কৃষকদের লাইন পড়ে গেলেও ইচ্ছুক কৃষকদের দেখা মিলছিল না। দুপুর একটার পর থেকে লাইন দিয়ে আসতে শুরু করেন তাঁরাও। এরপর এখান থেকে কৃষকদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে মূল মঞ্চে। সেখানেই ইচ্ছুক ও অনিচ্ছুক কৃষকদের হাতে জমির পরচা এবং ক্ষতিপূরণের চেক তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*