ছন্দে ফিরছে বেঙ্গালুরু, তুলে নেওয়া হয়েছে কার্ফু

bngজাতীয় ডেস্ক ।। কাবেরী জল বণ্টন নিয়ে হিংসাত্মক পরিস্থিতির অবসান ঘটিয়ে বুধবার থেকে ছন্দে ফিরছে বেঙ্গালুরু। এদিন শহরের ১৬টি থানা এলাকা থেকেই কার্ফু তুলে নেওয়া হয়েছে। বাস, মেট্রো চলাচল ছিল স্বাভাবিক। স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি দফতরও খুলেছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এন এস মেঘারিখ ট্যুইট করে জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে কার্ফু তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু অঞ্চলে ১৪৪ ধারা বজায় থাকছে। আগামী দিনে রেল অবরোধ বা অন্য কোনও ধরনের প্রতিবাদ বরদাস্ত করা হবে না।  কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘শান্তি ফিরে এসেছে। মানুষ শান্তিতে বাড়ির বাইরে যেতে পারছেন। কোথাও আর অশান্তি, হিংসার খবর নেই।’ গত ৫ সেপ্টেম্বর কাবেরীর জল বণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই তামিলনাড়ু-বিরোধী বিক্ষোভ শুরু হয় কর্ণাটকে। সোমবার রাতে তামিলনাড়ুর বেশ কয়েকটি বাস ও লরিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপরেই কার্ফু জারি হয়। কর্ণাটকের আন্দোলনকারীদের নেতা ভটল নাগরাজ বৃহস্পতিবার রেল অবরোধের ডাক দিয়েছেন। তবে পুলিশ এই কর্মসূচির অনুমতি দিচ্ছে না। কর্ণাটকে বসবাসকারী তামিলনাড়ুর মানুষও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। কর্ণাটকের মাণ্ডা শহরে বসবাসকারী তামিলরা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে মিছিল বের করেন। তাঁরা তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় কর্ণাটকের মানুষের উপর হামলার নিন্দা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*