অমিত শাহর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়লেন সিধু

sidhuজাতীয় ডেস্ক ।। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়লেন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিংহ সিধু। বিজেপি নেতা অমিত শাহর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেন সিধু। পঞ্জাবের অরাজনৈতিক প্ল্যাটফর্ম আওয়াজ-ই-পঞ্জাব-এ যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে যোগ দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। সিধু তাঁর চিঠিতে জানিয়েছেন, বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্জাব। তাঁর স্ত্রী-পুত্রও নন। পঞ্জাবের পার্টি ইন চার্জ প্রভাত ঝা জানিয়েছেন, অমিত শাহ দলের পক্ষ থেকে সেই চিঠি গ্রহণ করেছেন। সিধুর স্ত্রী নভজ্যোত কৌরও জানিয়েছেন তিনিও শীঘ্রই বিজেপি ছেড়ে ওই দলে যোগ দেবেন। তিনি জানিয়েছেন, বিজেপির কাছ থেকে ভালো ব্যবহার পাননি তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*