কোরবানির ঈদের পর ঢাকার রাস্তায় বইছে রক্তগঙ্গা

bd bd-jpg1আন্তর্জাতিক ডেস্ক ।। কোরবানির ইদে মাতল বাংলাদেশ। পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়। ইদের আগেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জলে আটকে পড়ে। এর মাঝেও মানুষ কোরবানির ইদে মাতেন। আর তাতেই নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ছবি দেখা যায়। পবিত্র ইদুজ্জোহার দিনে পশু কোরাবানিতে রাস্তার জল লাল হয়ে গেছে। বাংলাদেশে বইছে লাল জলের স্রোত। ঢাকার রাস্তায় পশুর রক্ত মাখা জলের স্রোত ঠিক এইরকমই দেখতে লাগছে। স্থানীয় ট্রিবিউনরা মন্তব্য করেছেন যে জায়গাটি ” রক্তাক্ত ” এবং ” বিশৃঙ্খল “।পশুর রক্ত মেশা লাল নদীতে লোকেদের অনেক কষ্ট করে যাতায়েত করতে হচ্ছে। দুটি শহরের কর্পেরেশনের 1000 এলাকার মধ্যে উত্তরে 496 এবং দক্ষিণে 504 জায়গায় পশু বধ করা হয়েছে। সকাল 7.30 সময় মোহাম্মদপুর , মিরপুর ,শ্যামলী,উত্তরা ,ধানমন্ডি, নিকেতন সহ বিভিন্ন সুবিধাজনক স্থানে মানুষ পশু জবাউ করতে শুরু করে দিয়েছিল। ঢাকার শহরে জলাবদ্ধতার সমস্যা নতুন কিছু নয়। কিন্তু এই সময় পশুর রক্ত এবং বর্জ্য পর্দাথ্য মিশে এমন এক অবস্হার সৃষ্টি হয়েছে, যা বাসিন্দাদের কাছে অনিশ্চিত দৃশ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*