নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ।। গত ২৮ সেপ্টেম্বর বহিরাজ্য থেকে লড়ি বোঝাই করে FCI-ত্রর খাদ্য সামগ্রী এল নন্দননগর FCI গুদামে। প্রায় তিন সপ্তাহ পেড়িয়ে গেলেও FCI কতৃপক্ষ এখনো পর্যন্ত লড়ি গুলি আনলোড করেনি। ফলে বেকায়দায় পরেছেন বহিরাজ্যে্র লড়ি চালকরা। চালকদের নেই থাকা খওয়ার ব্যবস্থা, ফলে ভীষণ সমস্যায় পরতে হচ্ছে তাদের। শুক্রবার চালকরা আন্দোলন করার পর শনিবার থেকে খুব ধীর গতীতে লড়ি আনলোড করা শুরু করেছে নন্দননগরের FCI কতৃপক্ষ।
রাজীব সাহার তোলা ছবি।