গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর ।। বুধবার খোয়াই শহর ভাসল বিজয় উল্লাসে। রাজ্যের মোট ২২টি ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরমধ্যেই ১৩টি কলেজে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে SFI -TSU মনোনীত প্রার্থীরা। ছাত্র সংসদের নির্বাচনে খোয়াই দশরথ দেব স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিটি আসনে বিনা প্রতিদন্দ্বীতায় জয়ী হল SFI -TSU মনোনীত প্রার্থীরা। বুধবার খোয়াই কলেজের ছাত্র সংসদের নির্বাচনে SFI -TSU প্রার্থীরা বিনা প্রতিদন্দ্বীতায় জয়ী হওয়ায় খোয়াইয়ের রাজপথে ছাত্র-ছাত্রীদের বিশাল মিছিল শেষে হল পথসভা। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ৪৫টি অফিস বিয়ারার ও ক্লাশ রিপ্রেসেন্টেটিভ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে SFI -TSU মনোনীত প্রার্থীরা। এই জয়কে কেন্দ্র করেই বুধবার রাজধানী আগরতলার অনুরূপ মিছিল ও সভা সংগঠিত হল খোয়াইতেও। এদিন বিকেলে কবিগুরু পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে কোহিনূর কমপ্লেক্সের সামনে জমায়েত হয়। সেখানেই হয় পথসভাটি। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা পলাশ ভৌমিক, এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর, সভাপতি জিতেন সিনহা প্রমুখরা।