সুপ্রীমকোর্টে ত্রিপুরার চাকুরীচ্যুতদের মামলার শুনানী ৩০ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই/(NUT) : হাইকোর্টের নির্দেশে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতির বিযয়ে সুপ্রীমকোর্টে দায়ের করা রাজ্য সরকারের লিভ পিটিশনের উপর আগামী ৩০ জুলাই শুনানী হতে পারে।

গত মাসে রাজ্য সরকারের পক্ষে আইন দপ্তর সুপ্রীম কোর্টে লিভ পিটিশন দাখিল করে। কিন্ত মাঝখানে সুপ্রীমকোর্টে গ্রীষ্মকালীন অবকাশের কারনে উক্ত মামলার শুনানী সম্ভব হয় নি।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা মামলাটি শীর্ষ আদালতে গৃহীত হবে কিনা তার উপরই ১০,৩২৩ শিক্ষকের ভাগ্য ঝুলে আছে।

প্রসংগত, হাইকোর্টের রায়ে উক্ত শিক্ষকদের চাকরীর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.