নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। ১৫ই সেপ্টেম্বর সবার জন্য কাজ ও শিক্ষার দাবি দিবসকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও বামপন্থী চারটি ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে ছাত্র-যুব সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন DYFI, SFI, TYF এবং TSU-র উদ্যোগে কেন্দ্রীয় সরকার কর্তৃক সবার জন্য শিক্ষা ও কাজের সুযোগ সুনিশ্চিত করার দাবীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রঙ্গনে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সহ বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দরা।