রাজীব সাহা, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। চন্দ্রপুর বলদাখা এলাকার বিবর্ণ পথের কাহিনী আগেও সংবাদ হয়ে প্রচার হয়েছে। চন্দ্রপুর থেকে খয়েরপুর মাতা বাড়ীগামী এই বাই পাস সড়কের গুরুত্ব অপরিসীম বলাই বাহুল্য। প্রায় সময়ই এই পথের দুর্দশা গ্রস্থ দৃশ্য আর মানুষের ভোগান্তির কথা এই অঞ্চলের মানুষের প্রত্যেকেরই জানা আছে। বলদাখার পথের পথের চিকিৎসা হয়নি ফলে এই রোগে বহুবার সারাই এর প্রক্রিয়ার সবটাই জলে গেছে। দিন দিন হাওড়া নদীর পাড় ভেঙ্গে রাস্তা গ্রাস করে নিচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার শিকার হচ্ছে এই পথের নিত্য যাত্রীরা।