রাস্তা সংস্কারের দাবীতে মাঠে নামল সিপিআই(এম) খোয়াই অঞ্চল কমিটি

roadগোপাল সিং, খোয়াই, ১৬ সেপ্টেম্বর ।। খোয়াই শহরের উপর রাস্তা দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে আছে। বিশেষ করে খোয়াই পুর এলাকায় পূর্ত্ত দপ্তরের অধীন বিভিন্ন রাস্তাগুলি লোক চলাচলের ক্ষেত্রে অনুপযুক্ত হয়ে উঠেছে। পুর এলাকার মুল রাস্তা সহ প্রায় সমস্ত অলিগলি পথের কঙ্কালসাড় বেরিয়ে পড়েছে। রাস্তার মধ্যে সৃষ্ট হয়েছে বিশাল বিশাল গর্তের। ফলে প্রতিদিনই কোন না কোন সড়কে দূর্ঘটনা লেগেই আছে। রাস্তায় রাস্তায় ভাঙা গ্লাসের টুকরোগুলি তার সাক্ষী বহন করছে। খোয়াই জেলার বাগান বাজার থেকে খোয়াই সিঙ্গিছড়া পর্যন্ত রাস্তার দূর্বিসহ অবস্থা। প্রতিদিন শহরের ব্যস্ততম রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়া থেকে নিত্যদিনের কাজকর্মের জন্য শহরবাসীকে চলাচল করতে হচ্ছে চরম দূর্ভোগের মধ্যে। দীর্ঘদিন যাবত রাস্তার সংস্কার হচ্ছেনা। শুধুমাত্র প্রলেপের উপর প্রলেপ দিয়ে স্বান্তনা দেওয়া হচ্ছে শহরবাসীকে। চলার অযোগ্য রাস্তার উপর দিয়েই গর্ভবতী মহিলা থেকে শুরু করে মুমুর্ষ রোগীরা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। একদিকে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি হচ্ছে অন্যদিকে শহরের উপর রাস্তার এই হাল। জনগন ক্ষোভ প্রকাশ করে বলছেন, একে তো রাস্তার কঙ্কালসাড় বেরিয়ে পড়েছে তার উপর রাস্তার দুপ্রান্তে নেই ফুটপাত। স্থানীয় ব্যবসায়ীরা ফুটপাত জবর দখল করে বসে আছে। তার সাথে বৈদ্যুতিক খুঁটিগুলি মূল রাস্তা থেকে স্থানান্তরের কোন উদ্যোগ নিচ্ছেনা পুর পরিষদ। বিশেষ করে খোয়াই সুভাষপার্ক থেকে জেলা হাসপাতাল পর্যন্ত হাতেগুনা তিন-চারখানা বৈদ্যুতিক খুঁটি সরালে অনায়াসেই রাস্তার পরিধি বৃদ্ধি পেয়ে যেত।
সামনেই শারদোৎসব। পূজোর এই দিনগুলিতে জনসাধারন যেন সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারে তার ব্যবস্থা করার বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছেনা খোয়াই পূর্ত্ত দপ্তর। তাই অতিসত্বর শহর এলাকার রাস্তাগুলি মেরামত করতে উদ্যোগী ভূমিকা পালন করার দাবিতে সিপিআই(এম) খোয়াই অঞ্চল কমিটি প্রতিনিধিত্বমুলক ডেপুটেশন প্রদান করল শুক্রবার। পূর্ত্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের নিকট ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেওয়া হয়। এর একখানা প্রত্যায়িত কপি যাবে মুখ্য বাস্তুকারের কাছেও।শারদোৎসবের প্রাককালে অতি অল্প সময়ের মধ্যে রাস্তার দূর্ভোগ কতটুকু মিটে সেদিকেই তাকিয়ে খোয়াইবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*