দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।। যে মাটিতে ভগবানের মূর্তি তৈরী – সেই মাটিও আজ মহার্ঘ্য – সর্বত্রই মূল্য বৃদ্ধির আঁচ। তার মধ্যেও বিশ্বকর্মা পূজো উপলক্ষ্যে হাটে, বাজারে মানুষের ভীড়। ছোট, বড়, মাঝারি নানা সাইজের বিশ্বকর্মা নিয়ে হাজির মৃৎ শিল্পিরা। দামের ছ্যাঁকা বিশ্বকর্মার গায়েও স্পর্শ করেছে। শহরের বটতলায় ফুটপাতে মৃৎশিল্পিরা দেবশিল্পীর মূর্তি নিয়ে যেখানে বসতেন ফ্লাই ওভারের জন্য এবার সেখানে ঠাই হয়নি। বটতলাস্থিত TRTC চত্ত্বরে বিশ্বকর্মার মূর্তি, মালার পসরা সাজিয়ে ব্যবসায়ীরা ব্যস্ত। মালার মূল্য ২০ থেকে ৫০ টাকাতেও বিক্রি হচ্ছে জানান ব্যবসায়ীরা। মৃৎশিল্পির মুখেও শোনা গেছে লেলিহান বাজারের কথা – বলেছেন দেবশিল্পীর মূল্য ২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত রয়েছে। পাশাপাশি খোয়াই শহরেও একই দৃশ্য লক্ষ করা গেছে। সর্বত্রই দেখা গেছে মূল্য বৃদ্ধির আঁচ।