ফের উত্তেজনার সৃষ্টি শ্রীনগরে, জারি করা হল কার্ফু, পেলেটবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

sriজাতীয় ডেস্ক ।। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হারওয়ান এলাকায় এক যুবকের পেলেট-বিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর থেকে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকালে সেখানে কার্ফু জারি করে প্রশাসন। গতকাল নিরাপত্তাবাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। নিরাপত্তাবাহিনীর ছোঁড়া পেলেটের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জনৈক পুলিশকর্তা বলেছেন, শ্রীনগরের ডাউনটাউন (প্রত্যন্ত এলাকা) অঞ্চলের পাঁচটি থানা ও বাতমালুতে বহাল রাখা হয়েছে কার্ফু। এই নিয়ে টানা ৭১ দিন প্রশাসনের বিধিনিষেধ ও বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে রয়েছে। মধ্য কাশ্মীরের বদগাম ও দক্ষিণের পুলগামেও কার্ফু জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপত্যকার বাকি এলাকায়ও জনসমাবেশের ওপর বিধিনিষেধ চলছে বলে জানিয়েছেন পুলিশকর্তাটি। ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ফলে দোকানপাট, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ রয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, পেট্রল পাম্পও খোলেনি। ১২ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে বিএসএনএলের পোস্ট পেইড পরিষেবা বাদে বাকি সব মোবাইল টেলিফোন, ইন্টারনেটও স্তব্ধ রয়েছে। ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ছড়িয়ে পড়া হিংসায় এ পর্যন্ত দুজন পুলিশকর্মী সমেত ৮১ জন মারা গিয়েছে কাশ্মীরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*