নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ।। ফের শিক্ষকের প্রহারে আহত হল মহত্মাগান্ধী মেমোরিয়াল স্কুলের দশম শ্রেনীর নবদিত্ত দাস নামে এক ছাত্র। জানা যায়, শুক্রবার স্কুলের অঙ্কের মাষ্টার অজয় পোদ্দার-এর বাইকের চাকার হাওয়া ছেরে দেয় কে বা কারা। নবদিত্ত দাস জানায় মাষ্টার বাবু সন্দেহ মূলক ভাবে তাকে হেলমেট দিয়ে ও হাতে ব্যাপক প্রহার করে এবং গলায় চাপা দেয়। ফলে শনিবার ঐ ছাত্রটি আই জি এম হাসপাতালে চিকিৎসা করায়। যদিও ছাত্রের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে স্কুলের মাষ্টার বাবু। তবে স্কুলের দশম শ্রেনীর সমস্ত ছাত্রের এখন একটাই অভিযোগ মাষ্টার বাবু নিজের দোষ স্বীকার করতে হবে, নয়তো তারা স্ক্লাস বয়কট করবে।
রাজীব সাহার তোলা ছবি।