মায়ের পা ছুঁয়ে জন্মদিনের সকাল শুরু মোদীর

mdজাতীয় ডেস্ক ।। ১৭ই সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। জন্মদিনের সকালে গুজরাতের গাঁধীনগরে গিয়ে মা হীরা বাইয়ের পা ছুঁয়ে আর্শীবাদ নিয়ে দিন শুরু করলেন তিনি। সঙ্গে ছিল না কোনও নিরাপত্তারক্ষী বা প্রশাসনিক আধিকারিক। প্রত্যেক বছরের মতো এবারও মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। বেশ খানিকক্ষণ মায়ের সঙ্গে কাটান তিনি।
मां की ममता, मां का आशीर्वाद जीवन जीने की जड़ी-बूटी होता है। pic.twitter.com/JeEnDrVevU
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
 
শুক্রবার রাতেই আমদাবাদে পৌঁছন মোদী। এয়ারপোর্টেই তাঁকে শুভেচ্ছা জানান গভর্নর ওপি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। হাজির ছিলেন কয়েকশো পার্টির কর্মী। দলীয় সদস্যদের ধন্যবাদ জানান মোদী। রাতে ছিলেন গাঁধীনগরে রাজভবনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*