শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী নীরমহল পর্যটন উৎসব

nirmahalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ।। ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নীরমহল পর্যটন উৎসব। ১৮-২০ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী পর্যটন উৎসবের সূচনা হবে বিকেল ৪টায়। সোনামুড়া মহকুমার মেলাঘর রাজঘাট মুক্তমঞ্চে নীরমহল পর্যটন উৎসবের উদ্বোধন করবেন বিধান সভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। বিশেষ অতিথি ও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি মোঃ ফকরউদ্দিন আহমেদ, বিধায়ক কেশব দেববর্মা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তপন চন্দ্র দাস, জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের অধিকর্তা তাপস রায়, ত্রিপুরা এগ্রি প্রডিউস মারফেট বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ ঠাকুরতা, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক সত্যবান দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন সুরেশ দাস। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, মেলাঘর পুর পরিষদ ও রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৩ দিন ব্যাপী নীরমহল পর্যটন উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*