নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। গোটা রাজ্যের ২২টি সাধারন ডিগ্রী কলেজে ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসর উত্তপ্ত হতে শুরু করেছে। যথারীতি ছাত্র রাজনীতির ময়দানে এ পক্ষে ও পক্ষে তরজার পাশাপাশি হুজ্জুতির ঘটনাও হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ১৩টি কলেজে বাম ছাত্র সংগঠন SFI বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। অতি সম্প্রতি বি বি এম কলেজে কলেজ
কর্তৃপক্ষ SFI প্রার্থীর মনোনয়ন বাতিল করায় ঐ কলেজে নির্দল প্রার্থী সৈকত দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদের ক্রীড়া সচিব পদে জয় লাভ করেন। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাকি কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে। কড়া নিরাপত্তায় সকাল থেকে চলবে ছাত্র সংসদ নির্বাচন।