
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিজেপি’র ডাকে ১২ দফা দাবীর ভিত্তিতে মহাকরণ অভিযানকে সার্থক করে তুলতে রাজ্যের সকল অংশের মানুষকে সামিল হবার আহ্বান জানান দলের ত্রিপুরার প্রভারী সুনীল দেওধর। সোমবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেওধর বলেন এই মহাকরণ অভিযান রাজ্য সরকারের বিদায় ঘন্টা বাজাতে মূখ্য ভূমিকা পালন করবে। সাংবাদিক সন্মেলনে বিজেপি’র সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন এই অভিযান ঐতিহাসিক হবে। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত গোটা রাজ্যের প্রায় ২৫ হাজার মানুষ এই অভিযানে অংশ নেবেন। ১২ দফা দাবী মধ্যে অন্যতম দাবীগুলি হল, রাজ্যে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, বেকারত্ব দূর করা, রাজ্যের সরকারী কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন-ভাতা প্রদান করা, চিটফান্ড নিয়ে CBI তনন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন বিজেপি’র সাধারন সম্পাদক প্রতিমা ভৌমিক ও প্রদেশ মুখপাত্র মৃণাল কান্তি দেব।