নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ।। শনিবার দুপুর প্রায় একটা নাগাদ অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা নন্দননগর দেবরায় ঠাকুর পাড়াতে। পরে জানাযায় মৃত ব্যাক্তির নাম জগৎ দেবনাথ। বাড়ি নন্দননগরের দেবরায় ঠাকুর পাড়াতেই, পেশায় কাঠ মস্ত্রি। প্রথমিক সূত্রের ধারনা রাতে মদ্যপান করে কালভারটের নিচে পরে যায় ঐ ব্যাক্তি। নিউ প্যালেস কম্পাউন্ড থানার পুলিশ মৃতদেহকে জিবিপি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
রাজীব সাহার তোলা ছবি।