আন্তর্জাতিক ডেস্ক ।। এ সপ্তাহের শুরুতে আমেরিকার নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা বিস্ফোরণের ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। ১ ভারতীয় বার মালিকের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আফগান আমেরিকান, নাম আহমেদ খান রাহামি। ওই বিস্ফোরণে আহত হন ২৯জন। নিউ জার্সিতে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে ৫ কিলোমিটারের মত দূরে ভারতীয় বংশোদ্ভূত শিখ হরিন্দর বান্সের বার। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ রাহামিকে তিনি হুড দিয়ে মুখ ঢাকা অবস্থায় বারের দরজার বাইরে শুয়ে থাকতে দেখেন। হরিন্দর প্রথমে ভেবেছিলেন, কেউ নেশার ঘোরে শুয়ে আছে। কিন্তু লোকটিকে ডেকে তুলে দেওয়ার পর তাঁর নজরে আসে তার মুখ। বুঝতে পারেন, এই নিউ ইয়র্ক ও নিউ জার্সি বিস্ফোরণে অভিযুক্ত। ল্যাপটপে টিভির খবর দেখার সময় এরই ছবি দেখেছেন তিনি। রাস্তার উল্টোদিকে হরিন্দরের আর একটি দোকান রয়েছে। সেখানে হেঁটে গিয়ে তিনি পুলিশে ফোন করেন। পুলিশ এসে পৌঁছলে রাহামি বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। এক অফিসারের বুকে গুলি করে সে। একটি পুলিশের গাড়িতে গুলি করতে আহত হন আর এক পুলিশ কর্মী। এরপরই পরপর গুলি করে তাকে কাবু করে পুলিশ। স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ব্যাকপ্যাক থেকে বহু গুলি, বারুদ উদ্ধার হয়েছে। এরপরই হরিন্দর বান্সকে স্থানীয় খবরের কাগজগুলো নায়কের মর্যাদা দিয়েছে। যদিও হরিন্দরের দাবি, দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর যেটুকু করার, শুধু সেটুকুই করেছেন। তাঁর মতে, আসল নায়ক পুলিশকর্মীরা।