
গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর ।। খোয়াই জেলার আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের মন্ত্রি অঘোর দেববর্মার এলাকায় প্রাক্তন চেয়ারম্যান বিমল দেববর্মার নেতৃত্বে তকছাইয়া গ্রামের ১০৮ পরিবার সিপিআই(এম) দল ত্যাগ করে আই-পি-এফ-টি দলে যোগদান করেছে। রবিবার তকছাইয়া এলাকার মধুগুজা বাজারে আই-পি-এফ-টি রাজ্য সভাপতি নরেশ চন্দ্র দেববর্মা, প্রাক্তন বিধায়ক রাজেস্বর দেববর্মা এবং নরেন দেববর্মা’র উপস্থিতিতে এক সভা থেকে ১০৮ পরিবার আইপএফটি দলে যোগদান করেন। বেলা আড়াইটায় হয় সভাটি। আগামী দিনে আরও অনেক সমর্থক দলে যোগ দেবে বলে জানালেন সংগঠনের নেতৃত্বরা।