রামসা প্রকল্পে খোয়াই জেলা ভিত্তিক ৪ দিনব্যাপী বইমেলার সূচনা

ratan ratan-jpg1গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর ।। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে খোয়াই জেলা ভিত্তিক বইমেলা-২০১৬’র সূচনা হল সোমবার। রাজ্যের তপশিলী জাতি কল্যান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে উদ্বোধন হল চার দিনব্যাপী বইমেলার। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলাভিত্তিক বইমেলায় থাকছে মোট ২৭টি স্টল। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ শুক্লদাস প্রমুখ। ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কৃষ্ণধন দেববর্মা, খোয়াই দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের শিক্ষক তথা খোয়াই জেলা ভিত্তিক বইমেলার আহ্বায়ক প্রদীপ দাস প্রবীন শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়া বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাও অনুষ্ঠানে সামিল হন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীর বইমেলায় উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী রতন ভৌমিক। প্রত্যেক ছাত্র-ছাত্রী বই না কিনলেও যেন বইমেলায় সামিল হয়ে বই হাতে নিয়ে দেখতে পারে সেই সুযোগটুকু দেওয়ার জন্য জেলার সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতন ভৌমিক। এছাড়া তিনি কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষার গেরুয়াকরন নীতির তীব্র সমালোচনা করেন। বললেন, কল্পিত ইতিহাসকে ইতিহাস হিসাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষার সূচীতেও পরিবর্তন আনার চেষ্টা করছে। মন্ত্রী রতন ভৌমিক বলেন, যদি শান্তি-সম্প্রীতি না থাকে তবে সঠিক শিক্ষাও সম্ভব না। সেই সাথে জেলার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য প্রচেষ্ট হতে আহ্বান জানান। তবে তিনি গত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে খোয়াই জেলার সর্বনিম্ন প্রদর্শনের বিষয়টিকে প্রকাশ্যে না এনে জেলার সমস্তি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বিদ্যালয়ে-বিদ্যালয়ে গুনগতমান বজায় রেখে শিক্ষার পরিবেশ তৈরী করারও আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। এরপর মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বইমেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, ১৯ শে সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে খোয়াই জেলা ভিত্তিক বইমেলা। প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে চলবে বইমেলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*