ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট – ত্রাতার ভূমিকায় ছাত্র সমাজ

sfi sfi-jpg1গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর ।। খোয়াই ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট ! মঙ্গলবার ব্লাড ব্যাঙ্কের স্টোরে মাত্র ৫ বোতল রক্ত ছিল। এই পরিস্থিতির মধ্যে ত্রাতার ভূমিকায় ছাত্র সমাজ। ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগের কর্মীরা তড়িঘরি ছুটে যায় খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেখানেই মাত্র ১ ঘন্টার সিদ্ধান্তের প্রতিফল ঘটে। আয়োজন করা হয় জরুরী ভিত্তিক এক রক্তদান শিবিরের। মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরন করার চেষ্টা করে ছাত্র-ছাত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*