শেষ হল ছাত্র সংসদ নির্বাচন, জয়ী হল SFI-TSU প্রার্থীরা

students-electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর ।। কলেজগুলিতে আটোসাটো নিরাপত্তায় অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে নির্বাচন প্রক্রিয়া। তারপর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে শুরু হয় ভোট গণনা। MBB ও BBM মহাবিদ্যালয়ে এবং রামঠাকুর মহাবিদ্যালয়ে ৮৯% ভোট পেয়ে জয়ী হল SFI-TSU প্রার্থীরা। ছাত্র সংসদ নির্বাচন জয়ের পর আগরতলার রাজপথে SFI-TSU এর মিছিল করেন। এম বি বি কলেজে এদিন ১৩টি আসনে, বি বি এম কলেজে ১১টি আসনে নির্বাচন হয়। উল্লেখ্য, অতি সম্প্রতি বি বি এম কলেজে কলেজ কর্তৃপক্ষ SFI প্রার্থীর মনোনয়ন বাতিল করায় ঐ কলেজে নির্দল প্রার্থী সৈকত দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদের ক্রীড়া সচিব পদে জয় লাভ করেন। রাজ্যের ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ১৩টি কলেজে বাম ছাত্র সংগঠন SFI বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*