নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর ।। ১২ দফা দাবীর ভিত্তিতে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে শহরে শক্তির মহড়া দিল ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টি। রাজ্যে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, বেকারত্ব দূর করা, রাজ্যের সরকারী কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন-ভাতা প্রদান করা, চিটফান্ড নিয়ে CBI তনন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া সহ ১২ দফা দাবী নিয়ে মঙ্গলবার মহাকরণ অভিযান করল বিজেপি। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। সোমবারই সাংবাদিক সন্মেলন করে ত্রিপুরার প্রভারী সুনীল দেওধর এবং সহ-সভাপতি সুবল ভৌমিক বলেছিলেন এই অভিযান ঐতিহাসিক রুপ নেবে। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত গোটা রাজ্যের প্রায় ২৫ হাজার মানুষ এই অভিযানে অংশ নেবেন। মঙ্গলবার শহরে শক্তির জানান দিল ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টি।