শিক্ষক বদলির প্রতিবাদে স্মারকলিপি প্রদান এসএফআই’র

sfiগোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর ।। শিক্ষক বদলির প্রতিবাদে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। চলতি শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে শিক্ষক বদলির বিষয়টি স্কুলের পঠন-পাঠনে প্রভাব ফেলবে। আর এ বিষয়টি মাথায় রেখেই ছাত্র-ছাত্রী এবং সর্বোপরি স্কুলের স্বার্থে তৎপর হল এসএফআই। খোয়াই জেলার রামগোপাল বাড়ী এবং সোনাচরন বাড়ী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে মোট ৫ জন শিক্ষককে বদলি করা হয়েছে। শিক্ষক স্বল্পতার মধ্যে বিদ্যাবিল এলাকার রামগোপাল বাড়ী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে ২ জন এবং পশ্চিম লক্ষীছড়া এলাকার সোনাচরন বাড়ী উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষক বদলি করায় স্কুলের পঠন-পাঠন ব্যহত হচ্ছে। এমতাবস্থায় স্কুলের এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির পক্ষে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কৃষ্ণধন দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনকারী প্রতিনিধি দলে ছিলেন SFI খোয়াই বিভাগীয় কমিটির সদস্য তথা সিঙ্গিছড়া লোকাল কমিটির সভাপতি রূপক চন্দ্র পাল, SFI খোয়াই বিভাগীয় কমিটির সদস্য তথা খোয়াই লোকাল কমিটির সম্পাদক প্রসেঞ্জিত গোপ ও SFI খোয়াই বিভাগীয় কমিটির সদস্য তথা সুভাষপার্ক লোকাল কমিটির সম্পাদক সায়েল দাস সহ অন্যান্যরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে এসএফআই বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*