গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর ।। ত্রিপুরা রাজ্যে চিটফান্ডগুলিতে ১৪ লক্ষ আমানতকারির জমানো টাকা ফেরত পাওয়ার প্রয়োজনে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহন করা, খোয়াইকে রেল মানচিত্রের অন্তর্ভূক্ত করে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই ও মোহনপুর হয়ে আগরতলা পর্যন্ত বিকল্প রেল লাইনের ব্যবস্থা করা, সুষ্ঠু নিয়োগ-নীতি মেনে সরকারী চাকুরীর ব্যবস্থা করা, হাইকোর্টের রায় অনুসারে শিক্ষক-কর্মচারি এবং পেনসনার্সদের বঞ্চনার অবসান ঘটানো সহ মোট ১১টি দাবিকে সামনে রেখে বুধবার খোয়াই মহকুমা শাসক অফিস প্রাঙ্গনে গনধর্ণা সংগঠিত করা হয়। তারপর মহকুমা শাসক প্রসুন দে’র নিকট ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেওয়া হয়। বুধবার খোয়াই ব্লক কংগ্রেস ভবনের সামনে থেকে থেকে মিছিল শুরু করে খোয়াই শহর পরিক্রমা শেষে খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাসের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসক প্রসূন দে’র নিকট ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসাবে রাজ্যের ২৩টি মহকুমায় গনধর্ণা এবং ডেপুটেশন সংগঠিত করা হয়।