নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। বুধবার রাজ্যে ইকফাই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়। কামালঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবর্তনের সূচনা করলেন রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে ১৪১ জন ছাত্রছাত্রীকে স্নাতক উপাধি প্রদান করা হয়। রাজ্যপাল শ্রী রায় ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে নিজেদেরকে সুনাগরিক করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ জে মহেন্দার রেড্ডি, উপাচার্য ডঃ অজয় পাঠক, প্রোঃ উপাচার্য ডঃ বিপ্লব হালদার, রেজিষ্ট্রার এ রঙ্গনাথন, বোর্ড অব ম্যানেজমেন্ট ও বোর্ড অব গভর্নরস এর সদস্যাগণ উপস্থিত ছিলেন।