নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিনলিয়ানথাং ভাইফেই। বুধবার বিকেল ৫টায় রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। প্রধান বিচারপতির শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, মন্ত্রীসভার সদস্যগণ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিগণ, মূখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, আইন সচিব, রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ সহ রাজভবন সচিবালয়ের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি দীপক গুপ্তা ১২ই মে ২০১৬ বদলি হয়ে রাজ্যন্তরী হওয়ার পর ১৬ই মে ২০১৬ তারিখ ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন টি ভাইফেই। অবশেষে ২১শে সেপ্টেম্বর, ২০১৬ (বুধবার) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজভবনে তিনি শপথ গ্রহন করেন।