গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর ।। খোয়াইয়ের দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজে আইপিএফটি দলে ভাঙ্গন। বুধবার বাইজালবাড়ি বাজারে সিপিআইএম দলের প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আইপিএফটি দলের নির্বাচিত সদস্যা সারথী দের্ব্বমা সিপিআইএম দলে যোগ দেয়। সারথী দের্ব্বমা আইপিএফটি দল ছাড়ার ফলে বর্তমানে দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজে আইপিএফটি’র মাত্র তিনজন নির্বাচিত সদস্য রইল। বুধবার বাইজালবাড়িতে সিপিআইএম দলের পক্ষে শান্তি সম্প্রীতি রক্ষায় এবং আইপিএপটি দলের উশৃঙ্খল পরিস্থিতি তৈরীর বিরুদ্ধে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক তথা সিপিআইএম খোয়াই মহকুমা কুমিটির সম্পাদক পদ্ম কুমার দের্ব্বমা। পদ্ম কুমার দের্ব্বমা ভাষন রাখতে গিয়ে আইপিএফটি দলের চুরান্ত সমালোচনা করেন এবং তিনি বলেন আইপিএফটি চাইছে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট হোক। তিপ্রাল্যান্ডের নাম করে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তাদের এই প্ররোচনা থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলেন। এদিনকার সমাবেশের মধ্য দিয়ে আইপিএফটি দলের নির্বাচিত সদস্য সহ ১৭টি পরিবারের মোট ৫৭ জন ভোটার আইপিএফটি ছেড়ে সিপিআইএম দলে যোগ দিয়েছে।