রাগে-অপমানে নিজের হাতের শিরা নিজেই কাটল খোয়াই থানার কনস্টেবল

khowai-police-station policeগোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর ।। খোয়াই থানার বড় বাবুর অশালীন আচরনে ক্ষুব্ধ হয়ে এক কনস্টেবল রাগে-অপমানে নিজের হাতের শিরা ধারালো কোন কিছু দিয়ে কেটে নেবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য খোয়াইতে। বহু কনস্টেবল ক্ষোভের সাথে জানায়, সারাদিন-রাত রৌদ-বৃষ্টিতে ভিজে জনগনের সেবায় থাকি। যত দু-নম্বরি, ৬-নম্বরি পর্যন্ত আমরাই করি। আর উনারা চেয়ারে বসে বসে ট্যাক্সগুলি নিয়ে নেন। কোন কনস্টেবলই তার ভাল বাটোয়ারা পায়না। ভিজিলেন্স তদন্ত করে দেখুক এক পুলিসের কর্তাদের সম্পত্তির পরিমান এবং একটি কনস্টেবলের আয়ের পরিমান কত। তারপরও ছুটি চাইলে পাওনা ছুটিও পাওয়া যায়না। উনারা সব সময় সবকিছু ভোগ করেন আর আমাদের ছুটির বেলায় ঝামেলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*