বিজেপিকে অভিনন্দন, হরিয়ানা, মহারাষ্ট্রে বদল চেয়েছে মানুষ, বলল কংগ্রেস

Untitled-2নয়াদিল্লি, ১৯ অক্টোবর ।। পরাজয় মেনে নিয়ে হরিয়ানা, মহারাষ্ট্রে ভোটাররা ‘পরিবর্তনে’র পক্ষে ভোট দিয়েছেন বলে মন্তব্য করলেন রাহুল গাঁধী।একের পর এক কেন্দ্র থেকে কংগ্রেসের হারের খবর পেয়ে বিকেলে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সহ সভাপতি বললেন, আমরা জনতার রায় মেনে নিচ্ছি।মহারাষ্ট্রে ১৫ বছর, হরিয়ানায় ১০ বছর আমাদের সরকারের শাসনে থাকার পর এবার দুই রাজ্যের মানুষ বদল চেয়েছেন।সনিয়া গাঁধী এক বিবৃতিতে বললেন, মহারাষ্ট্র, হরিয়ানার জনগণ যথাক্রমে তিনবার ও দুবার আমাদের ওপর আস্থা রেখেছেন।আশা করি, যারা সরকার গড়ছে, তারা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে।তিনি আরও বলেছেন, বিনম্রতার সঙ্গে মহারাষ্ট্র ও হরিয়ানার রায় মাথা পেতে নিচ্ছি আমরা।গঠনমূলক বিরোধী দলের ভূমিকা থাকবে আমাদের।সতর্ক নজর রাখব আমরা।
মহারাষ্ট্র, হরিয়ানা, দুই রাজ্যেই ক্ষমতা হারাচ্ছে তাঁর দল।তবুও রাহুলের গলায় ঘুরে দাঁড়ানোর ডাক বিজেপিকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েও রাহুল বলেন, কংগ্রেস দল ফের জনগণের সমর্থন জিতে নিতে কঠিন লড়াই চালাবে।
হরিয়ানার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা শাকিল আহমেদ জানান, কেন দলের ফল প্রত্যাশর চেয়ে এত খারাপ হল, তা খতিয়ে দেখা হবে।
রাহুলের আগে মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবির দায় মাথায় নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি করেন, দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও কোথাও কোথাও হারানো জমি খুঁজে পেয়েছেন তাঁরা।
সৌজন্যে এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*