গোপাল সিং, খোয়াই, ২৪ সেপ্টেম্বর ।। খোয়াই থানাধীন উত্তর দূর্গানগর এলাকায় গত ১৯শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ১২ বছরের এক নাবালিকার শ্লীলতাহানীর চেষ্টা করে ২১ বছরের এক যুবক। নাবালিকা কন্যার শ্লীলতহানীর দায়ে সুজিত দেব নামে ঐ যুবকের বিরুদ্ধে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে ২১শে সেপ্টেম্বর বুধবার খোয়াই থানার পুলিশ সুজিত দেবকে আটক করে। এদিকে জানা যায় দুই পরিবারেরই অভিযোগ রয়েছে এবং পুরনো একটি বিবাদও রয়েছে। যা থেকে হয়তো বা সুজিত দেবকে ফাসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ উঠছে। তবে এদিন থানা চত্বরে নাবালিকা কন্যার মায়ের যে ভূমিকা দেখা যায় এবং সংবাদ মাধ্যমের সাথেও যে দূর্ব্যবহার করেন তিনি তাতে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অথচ এলাকার কিছু জনসাধারন ঘটনার মিমাংসার চেষ্টা করেছেন। কারন থানা-কোর্ট হলে নাবালিকা কন্যার ক্ষেত্রে কিছুটা লজ্জাজনক বিষয় হয়ে উঠবে। যেহেতু কোন অঘটন ঘটেনি তাই এলাকাবাসী চাইছিলেন একটা মিমাংসা হউক। কিন্তু নাবালিকার মা তা মানতে নারাজ। বরং থানা চত্বরেই চিৎকার-চেঁচামেচি করে ঘটনাকে বারাবার চেষ্টা করেন।
এদিকে সুজিত দেব জানায় এমন কোন ঘটনা ঘটেইনি। প্রতিদিন পাড়ার ছেলে-মেয়েরা রাস্তায় যার যার বাড়ীর সামনে দাঁড়িয়ে কিছু সময় কাটায়। সেদিনও তাই হয়েছে। কিন্তু নাবালিকার মা কিছুক্ষন বাদে ঘটনাকে অন্যদিকে মোড় দিয়ে দেন। যদিও পুলিশের তরফে নাবালিকার ম্যাডিকেল করিয়ে তারপর মামলা হাতে নেয় এবং সুজিত দেবকে আদালতে পাঠায়। পুলিশি তদন্তের পরই আসল ঘটনা থেকে পর্দা উঠবে বলে মনে করছেন জনগন। এনিয়ে উত্তর দূর্গানগর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।