দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ।। ভোট ছাড়াই রাজ্যজুড়ে রাজনীতির হাওয়ায় মনে হচ্ছে রাত পোহালেই আরো একটা নির্বাচন। ত্রিপুরার রাজনীতির বর্তমান গতিপ্রকৃতি আক্ষরিক অর্থেই একেবারে ভোটের বাতাবরন নিয়ে হাজির হয়েছে। যদিও বিধানসভা ভোটের বছরখানেক বাকী। রাজ্যজুড়ে বিশেষ করে তৃণমূল, বিজেপি জোড় তৎপরতা চালাচ্ছে ম্রিয়মান শক্তি কংগ্রেস কোণঠাসা পরিস্থিতির মুখে অবতীর্ণ হয়েছে। পালা করে বিজেপি-তৃণমূলের প্রচারে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূল আয়োজন করে যুব জমায়েত ও সংহতি দিবস পালন। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগ করা মানস ভুইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সহ-সভাপতি মুকুল রায়, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিস কুমার সাহা, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী,, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরীকে, যুবনেতা ভিকি প্রসাদ সহ অন্যান্যরা। বৃষ্টিস্মাত তৃণমূলের যুব জমায়েতে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করেছেন।