পাকিস্তান কোনওদিনই কাশ্মীরকে ছিনিয়ে নিতে পারবে না: নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সুষমা

susmaআন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তান কোনওদিনই কাশ্মীরকে ছিনিয়ে নিতে পারবে না। রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বক্তব্য রাখতে গিয়ে মহারাজা হরি সিংহের ভারতের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের পর থেকে দিল্লির বরাবরের যে অবস্থান, সোমবার সেটাই আরও একবার পাকিস্তানকে দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন সুষমা। পাকিস্তানের কাশ্মীর দখলের স্বপ্ন যে ‘মুঙ্গেরিলালের হাসিন সপনে’র চেয়ে বেশি কিছু নয় তাও বুঝিয়ে দিতে কসুর করেননি বিদেশমন্ত্রী। নওয়াজ শরিফ ভেবেছিলেন, কাশ্মীর ইস্যু উস্কে দিয়ে সহানুভূতি টেনে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করবেন। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কুম্ভীরাশ্রু বিসর্জন করেছিলেন। কিন্তু, ভারতকে কোণঠাসা করা তো দূর, উল্টে নিজেই কল্কে না পেয়ে দেশে ফিরে গিয়েছেন নওয়াজ শরিফ। সেখানে বসেই তিনি নিজের খোঁচার জবাব পেয়েছেন এদিন। স্বরাজ বলেছেন, শরিফ কাশ্মীর নিয়ে কথা বলছেন। কিন্তু বালুচিস্তানে পাকিস্তান অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। অন্যের দিকে আঙুল তোলার আগে তো পাকিস্তানের আত্মসমীক্ষা করা উচিত। বলেছেন, যারা কাঁচের ঘরে থাকে তাদের অন্যদের লক্ষ্য করে পাথর ছোঁড়া উচিত নয়। সব মিলিয়ে নওয়াজ শরিফের মতো ভাষণের পুরোটাই কাশ্মীর নিয়ে খরচ না করেও, সুষমা স্বরাজ পাকিস্তান এমনকি গোটা বিশ্বকেও বুঝিয়ে দিয়েছেন, ভারতের অবস্থান কী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*