নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। রেলওয়ে সুরক্ষা কমিশনার শৈলেশ কুমার পাঠক সোমবার সন্ধ্যায় মূখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। সাক্ষাৎকারের সময় সুরক্ষা কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-সুরক্ষা কমিশনার মানস দত্ত, মূখ্যবাস্তুকার হরপাল সিং এবং উপ-মূখ্যবাস্তুকার বি এন ভাস্কর।