নানা অনুষ্ঠানে পালিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৭তম জন্মজয়ন্তী

ibনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। রাজ্যেও নানা অনুষ্ঠানে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরর ১৯৭তম জন্মজয়ন্তী। সোমবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রাজ্য ভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা প্রথমেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডঃ রাকেস সারওয়াল, সন্মানিত অতিথি হিসেবে এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বসু, বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত কুমার দেবনাথ, শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের ভাষনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ছাত্রছাত্রীদের বিদ্যাসাগরের আদর্শকে পাথেয় করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*