নভেম্বর থেকে আগরতলা বিমানবন্দরের এ্যাপ্রোনের কাজ শুরু হবেঃ পরিবহণমন্ত্রী

agartala-airportনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এ এ আই) পক্ষ থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা বিমানবন্দরের আধুনিকীকরণ করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মোট পাঁচ দফায় এই কাজ করা হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। সম্বার বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিধায়ক সুধন দাস, যশবীর ত্রিপুরা এবং সমীরণ মালাকারের জনস্বার্থে আনিত একটি নোটিসের জবাবে রাজ্যের পরিবহণমন্ত্রী মানিক দে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবছরের নভেম্বর মাস থেকেই আগরতলা বিমানবন্দরের এ্যাপ্রোনের কাজ শুরু করবে। টার্মিনাল বিল্ডিং এর কাজ এরপর করা হবে। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চাহিদা অনুযায়ী ৭৬.৭০৩ একর জমি আগরতলা এয়ারপোর্ট অথরিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*