নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় আয়োজিত এক সভার আয়োজন করা হয় বুধবার। সেখানেই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয় ৩৯৪ পরিবার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং সহ-সভাপতি সুবল ভৌমিক। সভার পূর্বে শহরে এক মিছিল সংগঠিত করে বিজেপি খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে।