বিশ্বশান্তির আহ্বানে NYP ত্রিপুরার উদ্যোগে বিশেষ কর্মসূচী বিলোনীয়ায়

debদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। অহিংসার পূজারী মহত্মা গান্ধীর জন্মদিনটি রাষ্ট্রসংঘ বিশ্বশান্তি দিবস হিসেবে গোটা বিশ্বে পালন করে থাকে। জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষ্যে রাষ্ট্রসংঘের ১২ দিন ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে বেসরকারী সামাজিক সংস্থা গান্ধি গ্লোবাল ফ্যামিলি এবং UN Information Center প্রথমবারের মতো ২৮শে সেপ্টেম্বর, ২০১৬ বিলোনীয়াস্থিত মনুয়ারটিলা উচ্চবুনিয়াদী স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক কালিচরন দাস। শিশুদের বসেআঁকো ও নৃত্য প্রতিযোগীতা নিয়ে ব্যাপক উৎসাহ ছিল প্রতিযোগীদের মধ্যে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধান শিক্ষক কালিচরন দাস উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি গোটা উত্তর পূর্বাঞ্চলে এই ধরনের কর্ম প্রয়াস ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বিশ্ব শান্তির বার্তায় এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী সহ স্থানীয় জাতি উপজাতি অংশের প্রচুর মানুষ অংশ গ্রহন করেন। গান্ধি গ্লোবাল ফ্যামিলি এবং UN Information Center-র পক্ষে NYP ত্রিপুরা শাখার প্রধান দেবাশীষ মজুমদার তাঁর ভাষনে বিশ্বশান্তির খোঁজে সংস্থার প্রয়াস নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*